চালের ড্রামে ২০ কেজি গাঁজা!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৪:১৪ এএম, ০৪ আগস্ট ২০২৩

নাটোরের গুরুদাসপুরের প্রত্যন্ত এক ড্রাম থেকে ২০ কেজি গাঁজাসহ লুৎফর রহমান (৪৬) নামে মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার বিকেলে আটক ওই ব্যক্তি গুরুদাসপুরের চাপিলা ইউনিয়নের সাধুপাড়া গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে নাটোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল মতিন ও এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে গুরুদাসপুরের চাপিলা ইউনিয়নের সাধুপাড়া গ্রামে লুৎফর রহমানের বাসায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ঘরে রাখা চালের ড্রামের ভেতর থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

নাটোর ডিবি পুলিশের এসআই রফিকুল ইসলাম জানান, লুৎফর রহমান এলাকায় গাঁজা সম্রাট বলে পরিচিত। তার ঘরে রক্ষিত অবস্থায় ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। আসামির বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু করে আগামীকাল আদালতে পাঠানো হবে।

রেজাউল করিম রেজা/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।