যাবজ্জীবন সাজা এড়াতে ২২ বছর পলাতক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০২:৪৩ পিএম, ০৪ আগস্ট ২০২৩

যাবজ্জীবন সাজা এড়াতে ২২ বছর পলাতক মুর্শিদ (৪০) নামের একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৩ আগস্ট) দিবাগত রাত ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার মুন্নাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মুর্শিদ উপজেলার মহিনন্দ ইউনিয়নের ভাস্করখিলা গ্রামের আবু জাহেদের ছেলে।

আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড 

কিশোরগঞ্জ র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম. এম সবুজ রানা জানান, অপহরণ ও ধর্ষণের অভিযোগে ২০০০ সালে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা হয়। মামলার বিচারকার্য শেষে আদালত আসামি মুর্শিদকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেন। এ সাজা থেকে বাঁচতে তিনি বিদেশে পাড়ি জমান। দীর্ঘদিন বিদেশে থাকার পর কয়েক মাস আগে তিনি দেশে ফিরে আসেন এবং গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন। এভাবে দীর্ঘ ২২ বছর পালিয়ে ছিলেন তিনি।

তিনি জানান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মুর্শিদকে গ্রেফতার করতে র‍্যাব গোয়েন্দা নজরদারি শুরু করে। বৃহস্পতিবার রাতে মুন্নাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এসকে রাসেল/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।