ফরিদপুরে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ০৪ আগস্ট ২০২৩

ফরিদপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে জয়নাল আরেফিন (৬৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার (৪ আগস্ট) জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। জয়নাল আরেফিন রাজবাড়ীর বেড়াডাংগা গ্রামের বাসিন্দা।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৮৯ জন রোগী ভর্তি হয়েছেন। জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২৫৫ জন। এরমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ১৩৪ জন।

আরও পড়ুন: যশোরে ডেঙ্গুতে বৃদ্ধের মৃত্যু

এছাড়া জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১হাজার ৫৬৬ জন। এরমধ্যে ১ হাজার ৩০৭ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন চারজন।

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুহা. এনামুল হক জানান, জয়নাল আরেফিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বুধবার দুপুরে হাসপাতালে ভর্তি হন। বৃহস্পতিবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এন কে বি নয়ন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।