ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু
ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ (বিএসএমএমসি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ফরিদা বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
রোববার (৬ আগস্ট) ভোরে তিনি মারা যান। এনিয়ে ফরিদপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু জ্বরে পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেলো।
আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু
ফরিদপুরের বিএসএমএমসি হাসপাতালের পরিচালক ডা. মো. এনামুল হক বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৪ আগস্ট ফরিদা বেগম হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি রোববার ভোরে মারা যান।
ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ৮৯ জন ভর্তি হন। এ নিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ২৮১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
এন কে বি নয়ন/জেএস/জেআইএম