ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ১২:০৭ পিএম, ০৬ আগস্ট ২০২৩
ফাইল ছবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় সেলিম (৪৫) নামে একজনের মৃত্যু হয়। একই সময়ে ভর্তি হয়েছেন আরও ২০ জন।

রোববার (৬ আগস্ট) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডা. ফরহাদ বিন হীরা এই তথ্য নিশ্চিত করে বলেন, সেলিম ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শনিবার (৫ আগস্ট) ভোরে হাসপাতালে ভর্তি হন। পরে ওই দিন সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন: ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

তিনি আরও বলেন, হাসপাতালে মোট ভর্তি আছে ১৪১ জন। এর মধ্যে পুরুষ ১১৯ জন, নারী ১৯ জন ও শিশু তিনজন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪০ জন।

মঞ্জুরুল ইসলাম/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।