ভোলার দুই রুটে লঞ্চ চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০২:২৩ পিএম, ০৬ আগস্ট ২০২৩

বৈরী আবহাওয়া ও উপকূলীয় এলাকায় ৩ নম্বর সর্তক সংকেত থাকায় ভোলার মনপুরা-ঢাকা ও ভেলুমিয়া-ধুলিয়া রুটের সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিটিএ।

রোববার (৬ আগস্ট) দুপুর দেড়টার দিকে বিআইডব্লিটিএ ভোলার সহকারী পরিচালক মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৈরী আবহাওয়া ও উপকূলীয় এলাকায় সর্তক সংকেত থাকায় নদী ও সাগর মোহনা উত্তাল রয়েছে। নিরাপত্তার কারণে ভোলার মনপুরা-ঢাকা ও ভোলা সদর উপজেলার ভেলুমিয়া থেকে পটুয়াখালীর ধুলিয়া রুটের লঞ্চ চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বন্ধ থাকবে।

এদিকে, সাগরে সর্তক সংকেত ও বৈরী আবহাওয়ার কারণে ভোলার সাত উপজেলাজুড়ে সকাল থেকে হালকা ও ভারী বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া উত্তাল রয়েছে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী।

জুয়েল সাহা বিকাশ/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।