ট্রাকচাপায় ছাত্রীর মৃ্ত্যু

নিরাপদ সড়কের দাবিতে বেনাপোলে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০২:৪০ পিএম, ০৬ আগস্ট ২০২৩

ট্রাকচাপায় সপ্তম শ্রেণির স্কুলছাত্রী আনিকা আক্তার শরিফা নিহতের ঘটনায় নিরাপদ সড়কের দাবিতে বেনাপোলে শতশত শিক্ষার্থী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।

রোববার (৬ আগস্ট) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বেনাপোল-কলকাতা সড়কে শোক র্যালি শেষে বেনাপোল কাস্টমস হাউজের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে তারা। এসময় শিক্ষক, অভিভাবকসহ নিহতের বাবা আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।

সমাবেশে শিক্ষার্থীরা বলে, আমরা সহপাঠীর মৃত্যুর দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। আর যেন কোনো মায়ের কোল শূন্য না হয়, সেজন্য নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নেমেছি। সরকারের কাছে আমাদের একটাই দাবি নিরাপদ সড়ক নিশ্চিত করা হোক।

Benapole-2.jpg

বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী নিহত স্কুলছাত্রীর পরিবারের ক্ষতিপূরণ, দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তি, সড়ক সংস্কার ও নিরাপদ সড়কের দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে স্কুলের সহকারী প্রধান শিক্ষক ইনতাজুল ইসলাম বলেন, বন্দরের জায়গা সংকটের কারণে ভারতে রপ্তানিমুখী ট্রাক টার্মিনালটি এখন ক্রেন ও ফর্কলিফটের গ্যারেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে। যার ফলে বেনাপোলের প্রধান সড়কটির দুই কিলোমিটার জায়গাজুড়ে প্রতিনিয়ত রাখা হচ্ছে শত শত ট্রাক। সে কারণেই স্কুল-কলেজ পড়ুয়া ও এলাকার সাধারণ মানুষেরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে গেলে দুর্ঘটনার শিকার হয়ে অকালে প্রাণ হারাচ্ছে।

তিনি বলেন, আমরা বেনাপোল বন্দরের প্রধান সড়কে প্রতিদিনের এ তীব্র যানজটের প্রতিকার চাই। যাতে আমাদের কমলমতি শিক্ষার্থীরা নিরাপদে যাতায়াত করতে পারে। পাশাপাশি স্কুলের সামনে স্পিডব্রেকার বসানোর দাবি জানাই।

Benapole-2.jpg

এলাকাবাসী জানায়, বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি ট্রাকে এর আগেও সড়ক দুর্ঘটনায় শিকার হয়ে অনেক প্রাণ ঝড়েছে। কিন্তু প্রশাসন এ বিষয়ে কোনো নজরদারি করছে না। টার্মিনাল নির্মাণ করা হলেও সড়কের ওপরে বাস-ট্রাক রেখে প্রতিনিয়ত যানজট তৈরি করছে একটি মহল। দীর্ঘদিনের নানা অনিয়ম ও অব্যবস্থাপনার মধ্য দিয়ে বন্দরটি চললেও কোনো মাথা ব্যথা নেই।

গত ২ আগস্ট সকালে স্কুলে যাওয়ার পথে বেনাপোল চেকপোস্টের বড় আঁচড়া মোড়ে পণ্যবোঝাই ট্রাক চাপায় আনিকা আক্তার নিহত হয়। সে বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। আনিকা বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে। এ ঘটনায় পুলিশ ট্রাকসহ চালককে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে।

মো. জামাল হোসেন/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।