বিক্রির সময় ৪০ কেজি পচা মাংস জব্দ, কসাইয়ের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ০৬ আগস্ট ২০২৩

লালমনিরহাটের আদিতমারীতে গরুর পচা মাংস বিক্রির অপরাধে মন্টু মিয়া (৪০) নামে এক কসাইকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় ৪০ কেজি পচা মাংস মাটিতে পুঁতে ফেলা হয়।

রোববার (৬ আগস্ট) দুপুরে উপজেলার মহিষখোচা বাজারে এ অভিযান চালান অধিদপ্তরের লালমনিরহাট জেলা সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ্দৌলা। মন্টু কসাই মহিষখোচা ইউনিয়নের আনিছার কসাইয়ের ছেলে।

জানা যায়, উপজেলার সজিববাজার এলাকায় নজরুল ইসলাম নামের একজনের প্রায় নব্বই হাজার টাকার একটি গরু অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসা দেওয়া হলেও অবস্থা গুরুতর হলে ওই গরু মন্টু কসাই ২০ হাজার টাকায় কিনে নেন। জবাইয়ের পর ওই গরুর মাংস ফ্রিজে রেখে বিক্রি করছিলেন। এমন খবরে রোববার দুপুরে ভোক্তা অধিকারের একটি দল অভিযান চালায়। এ সময় ফ্রিজ থেকে ৪০ কেজি পচা মাংস জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয়। পরে কসাইকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ্দৌলা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ফ্রিজ থেকে পচা মাংস জব্দ করি। কসাইকে ৮ হাজার টাকা জরিমানার পাশাপাশি সতর্ক করা হয়েছে।

রবিউল হাসান/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।