মূল্য তালিকা না থাকায় থেরাপি সেন্টারকে জরিমানার পর বন্ধ ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:২৩ পিএম, ০৬ আগস্ট ২০২৩

স্বাস্থ্য বিভাগের অনুমতি না না থাকায় চুয়াডাঙ্গার সদর উপজেলায় একটি ফিজিও থেরাপি প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে সেবার মূল্য তালিকা না থাকায় ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

রোববার (৬ আগস্ট) দুপুরে আলুকদিয়া বাজারে এ অভিযান চালান অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা সহকারী পরিচালক সজল আহম্মেদ।

তিনি বলেন, আলুকদিয়া বাজারে ছমির মেডিকেল নামক ফিজিও থেরাপি প্রতিষ্ঠানে তদারকিতে দেখা যায় প্রতিষ্ঠানটির অনুমোদন নেই। কিন্তু রোগীদের ফিজিও থেরাপি সেবা দিয়ে আসছে। সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আউলিয়ার রহমানের নির্দেশনা অনুযায়ী অনুমোদন না পাওয়া পর্যন্ত ফিজিও থেরাপি সেন্টারটি বন্ধ রাখতে বলা হয়েছে। এছাড়া সেবার মূল্য তালিকা না থাকায় প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ তমাল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

হুসাইন মালিক/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।