ইঁদুর মারার ওষুধ খেয়ে প্রধান শিক্ষকের আত্মহত্যা
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে কাজী রাশেদুর রহমান লিপু নামে এক শিক্ষক আত্মহত্যা করেছেন।
রোববার (৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের নিজ গ্রামের বাড়ি আমতলির কাজি পাড়ায় এ ঘটনা ঘটে।
কাজী রাশেদুর রহমান লিপু কাজি পাড়া গ্রামের মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে এবং তিনি কাজি পাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় কাজী রাশেদুর রহমান ইঁদুর মারার গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয়দের ধারণা, বিদ্যালয়ে নিয়োগ সংক্রান্ত জটিলতার কারণে সৃষ্ট মানসিক অশান্তি থেকেই তিনি আত্নহত্যা করে থাকতে পারেন।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
শামীম সরকার শাহীন/এসজে/জিকেএস