টানা বৃষ্টিতে রাঙ্গামাটিতে ধসে পড়ছে পাহাড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ১১:৪৮ এএম, ০৭ আগস্ট ২০২৩

পার্বত্য জেলা রাঙ্গামাটিতে কয়েকদিন ধরেই টানা বৃষ্টি হচ্ছে। এতে করে এ জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে এতে এখন পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৭ আগস্ট) সকালে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় রাস্তার উপর পাহাড়ের মাটি ও গাছ ভেঙে পড়ে। এতে করে কিছুক্ষণ বন্ধ ছিল সড়ক যোগাযোগ। পরে প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় তা অপসারণ করা হয়েছে।

টানা বৃষ্টিতে রাঙ্গামাটিতে ধসে পড়ছে পাহাড়

অন্যদিকে রাঙ্গামাটি শহরের সওজ গোডাউন এলাকায় একটি বসতবাড়ি ভেঙে পাহাড়ি খাদে পড়ে যায়। এছাড়াও জেলার বিলাইছড়ি, বাঘাইছড়িসহ বিভিন্ন স্থানে পাহাড় ধসের খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং, কাপ্তাই হ্রদে নৌচলাচল বন্ধ

এ প্রসঙ্গে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান বলেন, কাউখালিতে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের ওপর মাটি ও গাছ ভেঙে পরেছে। পরে তৎক্ষণাৎ তা অপসারণ করা হয়। এছাড়া জেলার বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। তবে এখনো কোনো জানমালের ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

টানা বৃষ্টিতে রাঙ্গামাটিতে ধসে পড়ছে পাহাড়

তিনি আরও বলেন, আমরা সার্বিকভাবে প্রস্তুতি নিয়ে রেখেছি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রস্তুত রয়েছে।

সাইফুল উদ্দীন/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।