দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৬:১৭ পিএম, ০৭ আগস্ট ২০২৩

চাঁদা না পেয়ে দক্ষিণ আফ্রিকায় সেলিম মাতুব্বর (৬০) নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। সোমবার (৭ আগস্ট) খবরটি ছড়িয়ে পড়লে তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সেলিম মাতুব্বর মাদারীপুরের রাজৈর উপজেলার মজুমদারকান্দি গ্রামের মৃত আবু আলী মাতুব্বরের ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, ২০ বছর আগে পারিবারিক সচ্ছলতা ফেরাতে দক্ষিণ আফ্রিকায় যান সেলিম মাতুব্বর। দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া শহরে তিনি ব্যবসা শুরু করেন। পরে মাঝে মধ্যে দেশে আসলেও বেশিভাগ সময় দক্ষিণ আফ্রিকাতেই থাকতেন। শুক্রবার (৪ আগস্ট) জুম্মার নামাজের পর স্থানীয় কিছু সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে রাতের কোনো এক সময় তাকে দোকানের মধ্যে গুলি করে হত্যা করে।

আরও পড়ুন: কাতারে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

নিহতের ছেলে শিহাব আহমেদ জাবের বলেন, আমার মামা আকরাম হোসেন রোববার রাতে ফোন করে বাবার মৃত্যুর কথা জানিয়েছেন। চাঁদা না পেয়ে দক্ষিণ আফ্রিকার সন্ত্রাসীরা বাবাকে গুলি করে হত্যা করেছে। আমার বাবার মরদেহ যেন দ্রুত দেশে ফিরিয়ে আনা হয় এ বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করছি।

রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) খাদিজা আক্তার বলেন, বিষয়টি আমরা এখনো শুনিনি। তবে এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হবে। নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো।

আয়শা সিদ্দিকা আকাশী/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।