মেহেরপুরে হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০২:৪০ পিএম, ০৮ আগস্ট ২০২৩

মেহেরপুরে হত্যা মামলায় ইমদাদুল হক ইন্দা ও খোকন আলী নামের দুই ব্যাক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ্ এ রায় দেন। সাজাপ্রাপ্ত ইমদাদুল হক ইন্দা সাহেবনগর গ্রামের আলী হোসেনের ছেলে ও খোকন আলি একই গ্রামের শুকুর আলী ছেলে।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) পল্লব ভট্টাচার্য জাগো নিউজকে রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। রায়ের সময় আদালতে আরও উপস্থিত ছিলেন আসামির পক্ষের আইনজীবী আতাউল হক ও কামরুল হাসান কৌশলী।

আরও পড়ুন: যশোরে ইউপি সদস্যসহ দুই মাদক কারবারিকে যাবজ্জীবন

মামলা সূত্রে জানা যায়, গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের স্থানীয় মাদরাসার হেফজখানা কমিটির সঙ্গে যুক্ত ছিলেন ছহির উদ্দিন। ২০২০ সালের ২ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টার দিকে তিনি হেফজখানায় দান করা ছাগলের জন্য কাঁঠালের পাতা কাটতে যান। তখন ছহির উদ্দিন মিন্টু মিয়ার মেহগনি বাগানের কাছে পৌঁছালে সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর হামলা চালান। সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ছহির উদ্দিন নিহত হন।

এ ঘটনায় নিহত ছহির উদ্দিনের ছেলে আখের আলী বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা করেন। গাংনী থানার এসআই সাজিদুর রহমান এবং কুষ্টিয়ার পি বি আই’র এসআই শরিফুল ইসলাম মামলার প্রাথমিক তদন্ত শেষে ২০২১ সালের ৯ সেপ্টেম্বর ইমদাদুল হক ইন্দা ও খোকন আলিকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট ১৭ জন সাক্ষী সাক্ষ্য দেন। এতে আসামি ইমদাদুল হক ইন্দা ও খোকন আলি দোষী প্রমাণিত হওয়ায় বিচারক তাদের দুজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেন।

আসিফ ইকবাল/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।