ফরিদপুরে সাড়ে ৬ হাজার ইয়াবাসহ দুই ব্যবসায়ী গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ০৮ আগস্ট ২০২৩

ফরিদপুরে ৬ হাজার ৩৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শহরের রাজবাড়ী রাস্তার মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে র‌্যাব-১০, সিপিসি-৩ এর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কেএম শাইখ আকতার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন, ফরিদপুরের শিবরামপুরের মালেক শেখের ছেলে মো. হাবিবুর বাশার ওরফে সুমন শেখ (৩৮) ও জ্ঞানদিয়ার মৃত রহমান শেখের ছেলে মো. তুহিন শেখ (৩০)। তাদের কাছ থেকে একটি ইজিবাইক ছাড়াও দুটি মোবাইল ফোন ও নগদ প্রায় ৮ হাজার টাকা জব্দ করা হয়।

র‌্যাবের কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শাইখ আকতার জানান, সোমবার দুপুর বিকেল সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ১৯ লাখ টাকারও বেশি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানা যায়। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ বিভিন্ন স্থানে সরবরাহ করতেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

এন কে বি নয়ন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।