মসজিদের বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে প্রাণ গেলো কিশোরের
ফাইল ছবি
গাইবান্ধার পলাশবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে সাব্বির মিয়া (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার হোসেনপুর ইউনিয়নের মধ্য রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
সাব্বির ওই গ্রামের এনায়েত মিয়ার ছেলে। সে স্থানীয় হাঁসবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় বাড়ির পাশের মসজিদে বিদ্যুতের লাইনে সমস্যা দেখা দিলে তা মেরামত করতে যায় সাব্বির। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হোসেনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল আমিন মণ্ডল টিটু জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
শামীম সরকার শাহীন/এমআরআর/এমএস