ফরিদপুরে দুই প্রতিষ্ঠানকে সোয়া লাখ টাকা জরিমানা
ফরিদপুরে আইন অমান্য ও ওজনে কম দেওয়ার অপরাধে দুই প্রতিষ্ঠানকে এক লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৯ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক এবং নেজারত ডেপুটি কালেক্টরেট (এন.ডি.সি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুল ইসলাম।
আরও পড়ুন: দুই মাদকসেবীর ৬ মাস কারাদণ্ড, ১০০ টাকা জরিমানা
এসময় শহরের ‘মেসার্স ইরিনা এন্টারপ্রাইজ’ ও ‘বাগাট রাজকুমার মিষ্টান্ন ভাণ্ডার’কে এক লাখ ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্টে জেলা পুলিশের একটি টিম ও আনসার সদস্যর একটি ব্যাটেলিয়ন টিম সহায়তা করেন। এছাড়াও শহরের ঝিলটুলী এলাকায় হেলমেট না থাকায় দুটি মোটরসাইকেলচালককে দুই হাজার টাকা জরিমানা করেন একই ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম বলেন, মেসার্স ইরিনা এন্টারপ্রাইজের লাইসেন্স ছিল না, এছাড়া ডিসি ফুডের অননুমোদিতসহ নানা অসঙ্গতি পাওয়া যায়। এছাড়া বাগাট মিষ্টান্ন ভাণ্ডারে ওজনে কম দেওয়া, মেয়াদোত্তীর্ণ তারিখ না দেওয়াসহ বেশ কিছু অসঙ্গতি পাওয়া গেছে। নিরাপদ খাদ্য আইনে মেসার্স ইরিনা এন্টারপ্রাইজকে এক লাখ এবং বাগাট রাজ কুমারকে ভোক্তা অধিকার আইনে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
এন কে বি নয়ন/জেএস/এএসএম