মেয়েকে ধর্ষণের অভিযোগে কারাগারে সৎ বাবা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৯:৪৮ এএম, ১০ আগস্ট ২০২৩

বগুড়ার দুপচাঁচিয়াতে মেয়েকে (১৯) ধর্ষণের অভিযোগে আমজাদ হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৯ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (৮ আগস্ট) রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আমজাদ হোসেন বগুড়ার কাহালু উপজেলার বীরকেদার গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।

আরও পড়ুন: বিয়ের প্রলোভনে ধর্ষণ, স্ত্রীর স্বীকৃতি না দিয়ে নবজাতককে বিক্রি

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে ওই তরুণী বাদী হয়ে থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অভিযুক্ত আমজাদকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, ওই তরুণী মা একজন ভিক্ষুক। তিনি তার মেয়েকে নিয়ে দুপচাঁচিয়াতে নিজ বাড়িতেই বসবাস করেন। তরুণীর বাবা মারা যাওয়ার পর পাঁচ বছর আগে তার মা অভিযুক্ত আমজাদ হোসেনকে বিয়ে করেন। আমজাদেরও এটি দ্বিতীয় বিয়ে হওয়ায় তিনি মাঝে মধ্যে দুপচাঁচিয়াতে এসে দ্বিতীয় স্ত্রীর বাড়িতে সময় কাটাতেন। ৩০ জুন ওই তরুণীর মা ভিক্ষা করতে বেরিয়ে গেলে আমজাদ তাকে একা পেয়ে ধর্ষণ করেন। পাশাপাশি এই কথা কাউকে বলে দিলে হত্যার হুমকিও দেন।

এরপর থেকে একাধিকবার বাড়িতে স্ত্রী না থাকার সুযোগে সৎ মেয়েকে ধর্ষণ করেন আমজাদ। সবশেষ ৭ আগস্ট ওই তরুণীকে একা পেয়ে ফের ধর্ষণের চেষ্টা করা হয়। ওই সময় কৌশলে তরুণী বাড়ি থেকে পালিয়ে পাশের এক মামার বাড়িতে আশ্রয় নেন। পরে পরিবারের সবাইকে বিষয়টি জানিয়ে মঙ্গলবার রাতে তিনি মামলা করেন।

আরও পড়ুন: টাঙ্গাইলে কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

ওসি আবুল কালাম আজাদ বলেন, গ্রেফতার আমজাদকে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে, ভুক্তভোগী ওই তরুণীর স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।