নাটোরে হত্যা মামলায় দু’জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ১০ আগস্ট ২০২৩
প্রতীকী ছবি

নাটোরের গুরুদাসপুরে মনোয়ারা হত্যা মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার অপর আসামি নাহিদ ইসলামকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে নাটোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ উদ্দিন এই রায় প্রদান করেন।

নাটোর জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, নাটোরের গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় খলিফাপাড়ার মৃত হযরত আলীর ছেলে মনিরুল ইসলাম ও একই এলাকার মৃত সাত্তারের ছেলে মিঠু প্রাং।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৬ জানুয়ারি উপজেলার পার গুরুদাসপুর উপজেলার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা হাতেম আলী ভোর ৬টার দিকে স্ত্রীকে নামাজের জন্য ডেকে নিজে নামাজে যান। নামাজ শেষে বাড়ি ফেরার পর প্রতিবেশীদের কাছে স্ত্রীর নিহতের বিষয়টি জানতে পারেন। এ সময় তিনি বাড়িতে একটি ধারালো চাকু পান।

তবে হত্যার সঙ্গে কাউকে জড়িত সন্দেহ না হওয়ায় ওইদিন রাতে গুরুদাসপুর থানায় অজ্ঞাত আসামি করে একটি হত্যা মামলা করেন। পরে পুলিশ তদন্ত করে ২০২০ সালের ৩১ আগস্ট ৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে।

এই মামলায় দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার দুপুরে আসামি মনিরুল ও মিঠুর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন আদালত। অপর আসামি উপজেলার খামার নাচকৈড় এলাকার নজরুল ইসলামের ছেলে নাহিদ ইসলামের অপরাধ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়।

রেজাউল করিম রেজা/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।