রং দিয়ে আইসক্রিম তৈরি, কারখানা মালিককে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৩:৪০ এএম, ১১ আগস্ট ২০২৩

রং দিয়ে আইসক্রিম তৈরি করায় মাদারীপুরে কারখানার মালিককে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকেলে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুরে এ অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রং ও বিভিন্ন পাউডার দিয়ে আইসক্রিম উৎপাদনের পর বাজারজাত করে এমন অভিযোগে মস্তফাপুরের পদ্মা সুপার আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। অভিযানে রং ও পাউডার দিয়ে আইসক্রিম তৈরির সত্যতা পাওয়া যায়। এছাড়া অনুমোদন ছাড়া দীর্ঘদিন ধরে নোংরা পরিবেশে আইসক্রিম উৎপাদন শেষে বাজারজাত করে আসছিল এই প্রতিষ্ঠানটি। এই অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, ভোক্তার স্বার্থে নিয়মিতভাবে এমন অভিযান চলবে।

আয়শা সিদ্দিকা আকাশী/জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।