দিনাজপুরে ডেঙ্গু আক্রান্ত দুই তরুণের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:১৮ পিএম, ১৩ আগস্ট ২০২৩
ফাইল ছবি

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডেঙ্গু আক্রান্ত দুই তরুণের মৃত্যু হয়েছে।

রোববার (১৩ আগস্ট) ভোরে চিকিৎসাধীন অবস্থায় মাসুদ হাসান (১৮) মারা যায়। এর আগে শুক্রবার (১১ আগস্ট) রাকিব হোসেন (১৭) নামে এক স্কুল ছাত্র মারা যায়। তারা দুইজনেই ঢাকায় থাকতেন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দিনাজপুরে আসেন।

মাসুদ হাসান (১৮) দিনাজপুর জেলা সদরের ১০নং কমলপুর ইউনিয়নের আটইর গ্রামের রফিকুল মাস্টারের ছেলে। আর রাকিব হাসান (১৭) চিরিরবন্দর উপজেলার দামাইল গ্রামের রাশিদুল ইসলামের ছেলে ও যশাই উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল।

সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিক জানান, ঢাকা থেকে আসা ডেঙ্গু আক্রান্ত রোগী মাসুদ হাসানকে গত ৯ আগস্ট দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। রোববার সকাল সাড়ে ৯টার দিকে সে আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) থাকা অবস্থায় মারা যায়।

তার পরিবার জানায়, মাসুদ হাসান ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করতো। জ্বর নিয়ে বাড়িতে ফেরার পর তাকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গু আক্রান্ত বলে শনাক্ত হয়েছিল মাসুদ হাসান।

এছাড়া গত ৯ আগস্ট দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছিল রাকিবকে। আইসিইউ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১০ আগস্ট ভোরে মারা যায়। তিনিও ঢাকায় থাকার সময় ডেঙ্গুতে আক্রান্ত হন।

সিভিল সার্জন ডা. এ এইচ এম বোরহান উল ইসলাম সিদ্দিক জানান, দিনাজপুরে এ পর্যন্ত ৩৫৭ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল। এর মধ্যে দুইজন মারা গেছে। ৩১৬ রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। ৩৯ জন চিকিৎসাধীন রয়েছে।

এমদাদুল হক মিলন/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।