ঢাকা-চাঁদপুর রুটে বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ১২:০৮ পিএম, ১৪ আগস্ট ২০২৩

চাঁদপুরে আল আরাফাহ পরিবহনসহ সব অবৈধ বাস চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ করছেন পদ্মা বাসের চালক ও শ্রমিকরা।

সোমবার (১৪ আগস্ট) ভোর থেকে চাঁদপুর বাসস্ট্যান্ড টার্মিনালের বাস চলাচল বন্ধ রাখেন চালকরা। হঠাৎ বাস চলাচল বন্ধের কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। বাস না পেয়ে বিকল্প বাহনে ঢাকায় যেতে হচ্ছে যাত্রীদের।

পদ্মা বাস চালক আব্দুল আজিজ ঢালী জানান, সড়কে অবৈধ যানবাহনের কারণে আমরা ক্ষতিগ্রস্ত। ফিটনেসবিহীন অবৈধ বাস চলাচলের কারণে সড়কের প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। আর ওই সব বাস চলাচলের খেসারত আমাদের দিতে হচ্ছে। ঢাকা-চাঁদপুর রুটে এসব অবৈধ বাস চলাচল বন্ধ না করলে আমরা কর্মবিরতি চালিয়ে যাবো।

jagonews24

আরও পড়ুন: দইয়ে পোকায় ১০ হাজার, দুই ডিমের দোকানে পাঁচ হাজার জরিমানা

তিনি আরও জানান, পদ্মা বাস অত্যন্ত সুনামের সঙ্গে সার্ভিস দিয়ে আসছে। কিন্তু আমাদের সেই সুনাম নষ্ট করছে কিছু অবৈধ বাস ব্যবসায়ীরা। অবৈধ বাস সার্ভিসের বিষয়ে মালিকপক্ষ আসলে ব্যবস্থা নিচ্ছে না। যার কারণে তারা পার পেয়ে যাচ্ছে। বাইলের বাসগুলো অবৈধভাবে কাউন্টার দিয়ে আমাদেরকে সমস্যা ফেলছে। আমরা দ্রুত এর সমাধান চাই।

এ সময় বাসচালক আব্দুল আজিজ ঢালী, মো. স্বপন ভূঁইয়া, আলাউদ্দিন, শুক্কুর ভুইঞা, রহমতুল্লাহ লিটন, সুমন, মো. বিল্লাল হোসেন, মুজাম্মেল, দেলু, মাসুদসহ বাসের অন্যান্য শ্রমিকরা উপস্থিত ছিলেন।

জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।