১৫ আগস্ট নিয়ে শিবির নেতার বিতর্কিত পোস্ট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৪:৪৭ পিএম, ১৫ আগস্ট ২০২৩

১৫ আগস্ট জাতীয় শোক দিবস নিয়ে ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দেওয়ায় সোহেল রানা (২৪) নামে সাবেক এক শিবির নেতাকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৫ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মোহবুল্লাহ কলেজ গেটে এ ঘটনা ঘটে। আহত সোহেল রানা ভোলাহাট উপজেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি।

পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়েছে।

আহত সোহেল রানার স্বজনরা জানান, ফেসবুকে একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে ছাত্রলীগের নেতাকর্মীরা সোহেলকে মারধর করেন। এলোপাতাড়ি মারধর ও লাঠির আঘাতে তার মাথা ফেটে গেছে। শরীরের অন্য স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে।

জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব বলেন, ফেসবুকে সোহেল রানা ১৫ আগস্ট নিয়ে বিতর্কিত স্ট্যাটাস দেন। তার স্ট্যাটাসে আরেকটি ১৫ আগস্টের ইঙ্গিত করা হয়। এর পরিপ্রেক্ষিতে স্থানীয় কর্মীরা তাকে মারধর করেছে। এমন স্ট্যাটাস দিয়ে সোহেল রানা গর্হিত কাজ করেছেন।

ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক আশিষ কুমার বলেন, সোহেলের মাথায়, দুই চোখে ও হাতে আঘাত লেগেছে। তবে চোখের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, মারধরের ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। তবে ঘটনা শুনেছি।

সোহান মাহমুদ/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।