আওয়ামী লীগ বেঁচে আছে ৭৫ এর প্রতিবাদের জোরে: কাদের সিদ্দিকী
‘আজ আওয়ামী লীগের নেতারা আমাকে চিনতে পারেন না। আমরা প্রতিবাদ না করলে জিয়াউর রহমান এতদিন আপনাদের নরক অথবা বেহেশতে পাঠিয়ে দিতেন। আওয়ামী লীগ বেঁচে আছে ১৯৭৫ এর প্রতিবাদের জোরে।’
বুধবার (১৬ আগস্ট) টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ‘মাকড়াই দিবস’ উপলক্ষে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবীর কাদের সিদ্দিকী এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা ৭১ সালে যুদ্ধ করে স্বাধীনতা এনেছিলাম। ভেবেছিলাম আনন্দের (স্থানীয় এক বীর মুক্তিযোদ্ধার নাম আনন্দ) মতো দিন ভালো যাবে। কিন্তু না, পারিনি। বঙ্গবন্ধুকে হত্যার প্রতিবাদে ঘাটাইল, ভুয়াপুর, গোপালপুর, কালিয়াকৈরসহ আমি বহু জায়গায় অস্ত্রহাতে ঘুরেছি। সবার আগে দেখেছি আওয়ামী লীগের লোক পালিয়েছে। কাউকেই খুঁজে পাইনি। যারা স্বাধীনতার পর আমার কাছ থেকে টাকা নিয়ে ২০/৫০ পাকি (বিঘা) কইরা জমি কিনছে, তারা একজনও ধরা দেয়নি। খালি পালাইছে। (বক্তব্য দেওয়ার এক পর্যায় তিনি অসুস্থ হয়ে পড়েন।)
আরও পড়ুন: শোক দিবসে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা জানালো না ইউনিয়ন আ’লীগ
১৯৭১ সালের ১৬ আগস্ট বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীরউত্তম) মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের মাকড়াইয়ে গুলিবিদ্ধ হন। একইস্থানে হাতেম আলী নামে একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। সেই থেকে এ দিনটিকে ‘মাকড়াই দিবস’ হিসেবে পালন করা হয়।
ঘাটাইল কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আ. হালিমের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা (বীর প্রতীক), সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী, টাঙ্গাইল জেলার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদিউর রহমান বদি ও ঘাটাইলের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক প্রমুখ।
আরিফ উর রহমান টগর/জেএস/এমএস