কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়লো

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৯:৩২ পিএম, ১৭ আগস্ট ২০২৩

কাপ্তাই হ্রদে পানি বাড়লেও স্বাভাবিক বৃদ্ধি না হওয়ায় মাছ শিকারে নিষেধাজ্ঞার মেয়াদ ১২ দিন বাড়িয়ে ৩১ আগস্ট পর্যন্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান ‘কাপ্তাই হ্রদে মৎস্য শিকারের নিষেধাজ্ঞার সময়কাল বিষয়ক সভায়’ এ সিদ্ধান্ত জানান।

জেলা প্রশাসক বলেন, কাপ্তাই হ্রদে পানি বাড়লেও মাছ আশানুরূপ বাড়েনি। তাই হ্রদে এখন জাল ফেললে পোনামাছ ধরা পড়ার সম্ভবনা রয়েছে। এ বিষয়ে সবাই একমত হয়েছেন। তাই হ্রদে মাছ শিকার নিষেধাজ্ঞার মেয়াদ আরও ১২ দিন বাড়ানো হয়েছে। ১ সেপ্টেম্বর মধ্যরাত থেকে জেলেরা কাপ্তাই হ্রদে মাছ শিকারে নামতে পারবেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপক কমান্ডার মো. আশরাফুল আলম ভূঁইয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ, মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি উদয়ন বড়ুয়া প্রমুখ।

এর আগে গত ১৯ এপ্রিল মধ্যরাত থেকে ১৮ জুলাই মধ্যরাত পর্যন্ত কাপ্তাই হ্রদে সব ধরনের মৎস্য আহরণের উপর নিষেধাজ্ঞা দেন জেলা প্রশাসন। পরবর্তীতে কাপ্তাই হ্রদে পর্যাপ্ত পানি না বাড়ায় সে নিষেধাজ্ঞা ১৯ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়।

সাইফুল উদ্দীন/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।