বরিশালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু, নতুন আক্রান্ত ১৮২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরিশাল
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ১৮ আগস্ট ২০২৩

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ১৮২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে বেগম (৬০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ২৬ জন।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান, মৃত বেগম বরগুনা সদর উপজেলার কুমরাখালী এলাকার বাসিন্দা। তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে বুধবার (১৬ আগস্ট) বরগুনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনদিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তার মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮২ জন। এদের মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ৭২ জন, পটুয়াখালীতে ৩৫, পিরোজপুরে ৩৪, ভোলায় ১৯ এবং বরগুনায় ২২ জন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১০ হাজার ৬২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৩৮ জন।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল জাগো নিউজকে জানান, বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ জন। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, ভোলায় চারজন, বরগুনায় তিনজন এবং পিরোজপুরে দুজনে মারা গেছেন।

তিনি আরও বলেন, ডেঙ্গু রোধে সচেতনতাই জরুরি। মানুষ সচেতন না হলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। ডেঙ্গু রোগীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে বিভাগের সব সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে।

শাওন খান/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।