বরযাত্রীর গাড়ি আটকে ভাঙচুর-লুট, চালককে মারধর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৮:২২ এএম, ১৯ আগস্ট ২০২৩

গাইবান্ধায় বিয়ের গাড়ি আটকে ভাঙচুর করে স্বর্ণালংকার ও টাকা ছিনতাইসহ চালককে মারধরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে সদর উপজেলার গিদারী ইউনিয়নের দারিয়াপুর ঝাউবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার (১৯ আগস্ট) সকালে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় গাইবান্ধা কার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি রবিন সেন থানায় অভিযোগ করেন।

আরও পড়ুন: সেচ পাম্পের তারে জড়িয়ে যুবকের মৃত্যু

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ড্রাইভার মো. মোতালেব মিয়া ও মো. নুরুজ্জামান মিয়া বরযাত্রী নিয়ে উপজেলার কামারজানী বাজার থেকে গাইবান্ধা শহরের দিকে আসছিল। পথে ঝাউবাড়ী এলাকায় আসলে ওই এলাকার চিহ্নিত অপরাধী শুভ মিয়া ও মকবুল হোসেন রাস্তায় গাছের গুড়ি ফেলে গাড়ি আটকিয়ে ড্রাইভারদের মারধর করা শুরু করে। এসময় দুটি গাড়ির গ্লাস ভাঙচুর করে ৪০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ড্রাইভারদের উদ্ধার করে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শামীম সরকার শাহীন/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।