চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রতিপক্ষের হামলায় কৃষক আবদুল করিম (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার বেলা ১১টার দিকে উপজেলার দুর্লোভপুর ইউনিয়নের পনের রশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবদুল করিম শিবগঞ্জ উপজেলার পনের রশিয়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম জানান, বেলা সাড়ে ১১টার দিকে একরামুল হক তার জমিতে সেচ দেয়ার জন্য আব্দুল করিমের জমিতে শ্যালো ইঞ্জিন স্থাপন করে। এসময় আব্দুল করিম শ্যালো ইঞ্জিন বসাতে বাধা দিলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে একরামুল ও তার লোকজন লাঠিসোঠা ও কোদাল দিয়ে করিমকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে করিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। এঘটনায় একরামুলের স্ত্রী লাচন বেগম (৩০) ও তার ছেলের বউ মৌসুমি খাতুনকে (২২) আটক করা হয়েছে।
মোহা. আব্দুলাহ/এআরএ/আরআইপি