সামাজিক নিরাপত্তা কর্মসূচির ১৮৩৭ জনকে ছাতা দিলেন ইউপি চেয়ারম্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০১:১৬ পিএম, ২০ আগস্ট ২০২৩

ফেনীর ফাজিলপুরে সমাজসেবা বিভাগের নিরাপত্তা কর্মসূচির সুফলভোগী লাইভ ভেরিফিকেশনে আসা ব্যক্তিদের ছাতা উপহার দিয়েছেন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মজিবুল হক রিপন।

রোববার (২০ আগস্ট) সকালে ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে আয়োজিত ভেরিফিকেশন অনুষ্ঠানে চেয়ারম্যান রিপন সবার হাতে এ উপহার তুলে দেন।

ইউপি চেয়ারম্যান মজিবুল হক রিপন জানান, জেলার বিভিন্ন ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীনে বয়স্ক, বিধবা-স্বামী নিগৃহীত মহিলা ভাতা, প্রতিবন্ধী, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা ও শিক্ষা উপবৃত্তি প্রাপ্তদের মধ্যে লাইভ ভেরিফিকেশন চলমান। এরই অংশ হিসেবে রোববার ফাজিলপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভেরিফিকেশন চলবে। যারা এ তহবিলের সুবিধাভোগী তারা সবাই কোন না কোন ভাবে অসহায়। এজন্য আমার ইউনিয়নের সব ভাতাভোগীদের আমি একটি করে ছাতা উপহার, নাস্তা ও পানি দিয়েছি।

Feni News

আরও পড়ুন: ফেনীতে ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে অব্যাহতি

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম মজুমদার, সদস্য ইকবাল হোসেন, মহি উদ্দিন, মো. শাহা আলম, বেলায়েত হোসেন, জসীম উদ্দীন, গোলাম মাওলা, নুরুল আলম, আলা উদ্দিন, খান সাহেব, সংরক্ষিত মহিলা সদস্য কামরুজজাহান রেহানা, স্বপ্না রানী মজুমদার, রহিমা আক্তার পারুল ও ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মহসীন অপু, সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।

লাইভ ভেরিফিকেশন কার্যক্রম পরিচালনা করেন ফেনী সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী খুরশিদ আলম পাটোয়ারী, কাজী আজিজুল হক, শাহীন আক্তার সুলতানা, গৌরী প্রভা মজুমদার, নাজমা বেগম।

সমাজসেবা বিভাগের তথ্য মতে, ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নে বয়স্ক এক হাজার ৩৯ জন, ৪০৬ জন বিধবা, ৩৯২ জন প্রতিবন্ধীসহ মোট ১৮৩৭ জন ভাতাভোগী রয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।