আদালত প্রাঙ্গণ থেকে অটোরিকশা উধাও, কান্না থামছে না আলমের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৭:১৯ পিএম, ২০ আগস্ট ২০২৩

লক্ষ্মীপুরে আদালত প্রাঙ্গণ থেকে নুর আলম (৩৫) নামের এক যুবকের ব্যাটারিচালিত অটোরিকশা (স্থানীয় ভাষায় মিশুক) চুরি হয়েছে। আদালতে হাজিরা দিয়ে নিচে নেমে অটোরিকশাটি খুঁজে না পেয়ে ভেঙে পড়েছেন আলম ও তার স্ত্রী মুক্তা বেগম।

রোববার (২০ আগস্ট) দুপুর ২টার দিকে লক্ষ্মীপুর জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

নুর আলম সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের রশিদপুর গ্রামের রাধা বাড়ির মৃত নুরনবীর ছেলে। তার সংসারে একটি মেয়েসন্তান রয়েছে।

ভুক্তভোগী নুর আলমের ভাষ্যমতে, একটি মাদক মামলায় হাজিরা দেওয়ার জন্য লক্ষ্মীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসেন তিনি। সঙ্গে তার স্ত্রী মুক্তাও আসেন। স্ত্রীকে অটোরিকশায় বসিয়ে রেখে আদালতে হাজিরা দিতে যান নুর আলম। দীর্ঘসময় পার হয়ে গেলেও তিনি না আসায় মুক্তা তাকে খুঁজতে আদালত ভবনের দিকে যান। পরে হাজিরা শেষে স্ত্রীকে নিয়ে এসে দেখেন তার গাড়িটি নেই।

jagonews24

যেখানে গাড়িটি দাঁড় করানো ছিল, সেখানে একটি সিএনজিচালিত অটোরিকশা দেখা যায়। কিন্তু আশপাশে খুঁজেও অটোরিকশাটি পাননি নুর আলম। জীবিকার একমাত্র সম্বলটি চুরি হওয়ায় ভেঙে পড়েছেন তিনি।

কান্নাজড়িত কণ্ঠে নুর আলমের স্ত্রী মুক্তা বেগম বলেন, ‘ঋণ নিয়ে অটোরিকশাটি কেনা হয়েছে। এখনো ঋণের টাকা পরিশোধ হয়নি। এর মধ্যেই রিকশাটি চুরি হয়ে গেলো। একদিন রিকশা চালানো বন্ধ থাকলে উপার্জন বন্ধ হয়ে যায়। চাল-ডাল কেনা সম্ভব হয় না।’

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির (ইনচার্জ) জহিরুল আলম বলেন, ভুক্তভোগী চালক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। আদালত থেকে সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে অটোরিকশাটি উদ্ধারে অভিযান চালানো হবে।


কাজল কায়েস/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।