রাঙ্গামাটিতে বন্যহাতি দেখতে গিয়ে প্রাণ গেলো কিশোরের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৯:০৬ পিএম, ২০ আগস্ট ২০২৩
ফাইল ছবি

রাঙ্গামাটির লংগদুতে বন্যহাতি দেখতে গিয়ে মো. ফয়সাল (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (২০ আগস্ট) বিকেল ৫টায় লংগদু উপজেলার ভাসান্যদম ইউনিয়নের চন টিলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, হাতির আক্রমণে নিহত মোঃ ফয়সাল উপজেলার ভাসাইন্যাদম ইউনিয়নের পশ্চিম চাইল্যাতলী এলাকার শফিক মিয়ার ছেলে। হাতি গুলো দীর্ঘদিন যাবত একই এলাকায় রাতের বেলা লোকালয়ে এসে মানুষের বসত বাড়ি সহ ক্ষেত ফসলের ক্ষতি ও ভাংচুর করে। আর দিনের বেলায় আশপাশের জঙ্গলে আশ্রয় নেয়। যার ফলে সাধারণ লোকজন দেখতে আসে আর হাতি দেখতে এসে অনেকে আক্রমণের শিকার হয়।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল উদ্দীন জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সাইফুল উদ্দীন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।