নিত্যপণ্যের মূল্যতালিকা না থাকায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ২০ আগস্ট ২০২৩

ফরিদপুরে ডিম, পেঁয়াজ সহ নিত্যপণ্যের বাজারে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর। এ সময় মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (২০ আগস্ট) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ফরিদপুর শহরের হাজী শরীয়তুল্লাহ বাজারে এ অভিযান চালানো হয়।

jagonews24

এ সময় ডিমের দাম বেশি রাখা, ডিম, পেঁয়াজসহ নিত্যপণ্যের মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে মেসার্স খান ট্রেডার্সকে ১ হাজার টাকা, আল্লাহর দান ভান্ডারকে ১ হাজার টাকা, মেসার্স বিসমিল্লাহ স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বলেন, ডিম-পেঁয়াজসহ নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে এ অভিযান চালানো হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এন কে বি নয়ন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।