গাইবান্ধায় আরও ১২ জনের ডেঙ্গু শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০১:৪৬ পিএম, ২১ আগস্ট ২০২৩

গাইবান্ধায় গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের ডেঙ্গুতে শনাক্ত হয়েছে। বর্তমানে উপজেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২৬ ডেঙ্গুরোগী।

সোমবার (২১ আগস্ট) দুপুরে গাইবান্ধা সিভিল সার্জন ডাক্তার মো. আব্দুল্লাহেল মাফী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২৮৩ জন। এর মধ্যে ২৫৭ জন সুস্থ হয়েছেন। ভর্তি হওয়া রোগীর মধ্যে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ২০ জন, গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন।

আরও পড়ুন: টাঙ্গাইলে আরও ৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত

গাইবান্ধা সিভিল সার্জন মো. আব্দুল্লাহেল মাফী বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার সাত উপজেলায় নতুন করে আরও ১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

তিনি আরও বলেন, ডেঙ্গুর জন্য আলাদা ওয়ার্ড জরুরি না, জরুরি রোগীকে মশারির মধ্যে রাখা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা ও প্রচুর পরিমাণে তরল খাবার খাওয়া। সবচেয়ে বেশি জরুরি জনসচেতনতা।

শামীম সরকার শাহীন/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।