নারায়ণগঞ্জ

বিএনপির ৮১৪ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০২:০৪ পিএম, ২১ আগস্ট ২০২৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ৮১৪ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সোমবার (২১ আগস্ট) দুপুরে সোনারগাঁ থানায় এ মামলা হয়।

মামলায় জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনসহ ১১৪ জনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। এছাড়া ওই মামলায় আরও ৭০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

আরও পড়ুন: পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, আহত ৫

সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আহসান উল্লাহ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।

বিএনপির ৮১৪ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা

এর আগে গত ১৯ আগস্ট ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের কাঁচপুরে জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ টিয়ারশেল ও কয়েক রাউন্ড ফাঁকা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাশেদুল ইসলাম রাজু/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।