জয়পুরহাটে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ২১ আগস্ট ২০২৩

জয়পুরহাটে মাদক মামলায় পলাশ হোসেন (৪৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

সোমবার (২১ আগস্ট) দুপুরে জয়পুরহাট স্পেশাল ট্রাইব্যুনাল-৫ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দিন এ রায় ঘোষণা করেন। জয়পুরহাট জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত পলাশ হোসেন জেলার পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের মৃত আছির উদ্দিনের ছেলে। তবে তিনি পলাতক রয়েছেন।

আরও পড়ুন: রাজশাহীতে ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন

মামলা সূত্রে জানা গেছে, ২০১২ সালের ১৫ মে বিকেলে পাঁচবিবি উপজেলার উত্তর গোপালপুর গ্রামের পলাশ হোসেনের বাড়ির একটি গোপন ঘর থেকে ২৩০ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে বিজিবি। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে পাঁচবিবি থানায় মামলা করেন আটাপাড়া বিওপির তৎকালীন হাবিলদার রফিকুল ইসলাম। এ মামলার দীর্ঘ শুনানী শেষে আদালত সোমবার দুপুরে এ রায় দেন। আসামি আদালত থেকে জামিন নেওয়ার পর থেকে পলাতক রয়েছেন।

জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।