হিলিতে দুই পেঁয়াজের আড়তকে জরিমানা

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি (হিলি), দিনাজপুর
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ২১ আগস্ট ২০২৩

দিনাজপুরের হিলি বন্দরে দুই পেঁয়াজের আড়তকে ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২১ আগস্ট) দুপুরে হিলি বাজার ও বন্দরে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম।

বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ব্যবসায়ী মশিউর রহমানকে আট হাজার টাকা ও পেঁয়াজের আড়তে অস্বাস্থ্যকর পরিবেশে গুড় মজুত রাখার দায়ে আমদানিকারক মনোয়ার চৌধুরীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: বেড়েছে পেঁয়াজ-মাছ-ডিমের দাম, বিপাকে ক্রেতারা

দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, বর্তমান দেশের বাজারে পেঁয়াজের মূল্য নিয়ে অস্থিরতা বিরাজ করছে। তাই বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে হিলি বাজারসহ বন্দরের বিভিন্ন পেঁয়াজের আড়তে অভিযান পরিচালনা করি।

ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ওপর যে ৪০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে, সেটি রোববার কার্যকর হয়নি। তবে সোমবার থেকে তা কার্যকর হতে পারে। পেঁয়াজ আড়তদারদের সতর্ক করে দিয়েছি আগের আমদানি করা পেঁয়াজ বেশি দামে বিক্রি করা যাবে না। আড়তে পেঁয়াজের আমদানিসহ কেনা-বেচার সব কাগজপত্র আপডেট রাখতে হবে।

মুজিবুর রহমান/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।