কুড়িগ্রামে একদিনে গ্রেফতার ৫০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ১০:৪২ এএম, ২২ আগস্ট ২০২৩

 

কুড়িগ্রামের অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ওয়ারেন্টভুক্তসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত ৫০ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে কুড়িগ্রাম জেলা পুলিশ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন।

জেলা পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশে অভিযান চালিয়ে জিআর ওয়ারেন্টের ২৪ আসামিকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে সদর থানায় একজন, উলিপুর থানায় ২২ জন, ফুলবাড়ী থানায় একজন।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেফতার ১

এছাড়াও সিআর ওয়ারেন্টমূলে ফুলবাড়ী থানায় একজন, সিআর সাজা ওয়ারেন্টমূলে ভুরুঙ্গামারী থানায় একজন, নিয়মিত মামলায় ২৩ জন, ১৫১ ধারায় একজনসহ মোট ৫০ আসামিকে গ্রেফতার করে।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

ফজলুল করিম ফারাজী/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।