স্কুলব্যাগে নিয়ে যাচ্ছিলেন মাদক, ধরলো পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ১০:৩০ পিএম, ২২ আগস্ট ২০২৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নেশাজাতীয় ১ হাজার ২০০ পিস ইনজেকশনসহ সোহেল মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ আগস্ট) রাতে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সোহেল মিয়া দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পার্বতীপুর গ্রামের সরকার পাড়ার মৃত আব্দুস সালাম মিয়ার ছেলে।

পুলিশ জানায়, দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ কোল্ড স্টোরের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় নাদের পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। এতে সিটের পাশে রাখা একটি স্কুলব্যাগের ভেতর থেকে ১ হাজার ২০০ পিস ইনজেকশনসহ সোহেল মিয়াকে গ্রেফতার করা হয়।

সোহেল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

শামীম সরকার শাহীন/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।