গাইবান্ধায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো রাজমিস্ত্রির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ১০:০০ এএম, ২৩ আগস্ট ২০২৩
ফাইল ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে রফিকুল ইসলাম (৩৫) নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামে এ ঘটনা ঘটে। রফিকুল ইসলাম ওই ইউনিয়নের চকরহিমাপুর গ্রামের তছলিম মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় তরফ কামাল গ্রামের মনোরঞ্জনের বাড়িতে রাজমিস্ত্রির কাজ করার সময় আলোর স্বল্পতা দেখা দেয়। এসময় রফিকুল নিজেই একটি বৈদ্যুতিক বাল্বের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ জাগো নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

শামীম সরকার শাহীন/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।