চট্টগ্রামে ১৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস


প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ২০ মার্চ ২০১৬

২০০৭ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত সময়ে চট্টগ্রামে বিভিন্ন অভিযান চালিয়ে জব্দ করা বিপুল পরিমাণ মাদক দ্রব্য ধ্বংস করা হয়েছে। এ সংক্রান্ত দায়ের হওয়া ৩৫২টি মামলা নিষ্পত্তি হওয়ার পর মাদকদ্রব্যগুলো ধ্বংস করলো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চল।

রোববার চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার আইস ফ্যাক্টরি রোডের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অফিসের সামনে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক মো. আলী আসলাম হোসেন জানান, ২০০৭ থেকে ২০১৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে উদ্ধার করা মাদকদ্রব্যের বিপরীতে ৩৫২টি মামলা দায়ের হয়; যা আদালত কর্তৃক নিষ্পত্তি হয়েছে।

ধ্বংস করা মাদক দ্রব্যের মধ্যে আছে ৩.৬১ কেজি হেরোইন, ২ লাখ ৬০ হাজার ৫৫২ পিস ইয়াবা, ৮৮.৪৫৭ কেজি গাঁজা, ২ হাজার ৪৯২ বোতল ফেনসিডিল, ৮ হাজার ৪৯৯ বোতল বিদেশি মদ, ২ হাজার ৮৬৪ ক্যান বিয়ার, ৩ হাজার ৪৫৮ লিটার চোলাই মদ ও এক কেজি চরস। ধ্বংস করা মাদক দ্রব্যের বর্তমান বাজার মূল্য  প্রায় ১৩ কোটি টাকা বলেও জানান তিনি।

মাদকদ্রব্য ধ্বংস করতে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামীন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পরিচালক মো. ফজলুর রহমান।

জীবন মুছা/এনএফ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।