সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতাল সিলগালা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:৩৪ পিএম, ২৩ আগস্ট ২০২৩

সিরাজগঞ্জের বেলকুচিতে সিজার অপারেশনের সময় মরিয়ম খাতুন (২৫) নামের এক প্রসূতির মৃত্যুর ঘটনায় বিসমিল্লাহ আধুনিক হাসপাতাল সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ।

বুধবার (২৩ আগস্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা. সুদীপ সরকার অভিযান চালিয়ে হাসপাতালটি সিলগালা করে দেন।

আরও পড়ুন: সিজারের পরই মারা গেলেন প্রসূতি

এর আগে মঙ্গলবার বিকেলে বেলকুচি পৌরসভার শেরনগর বিসমিল্লাহ আধুনিক হাসপাতালে সিজার অপারেশন করার সময় ওই প্রসূতির মৃত্যু হয়। ঘটনার পর থেকে চিকিৎসক ও নার্সরা পালিয়েছেন।

উপজেলা সহকারী স্বাস্থ্য পরিদর্শক পীযুষকান্তি সাহা জানান, ওই প্রসূতির মৃত্যুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। টিমের প্রধান করা হয় আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. সুদীপ সরকারকে। বুধবার তদন্ত টিম হাসপাতালে পৌঁছানোর পর কাউকে না পেয়ে সেটি সিলগালা করা হয়।

এম এ মালেক/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।