অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে জরিমানা গুনলো ৪ প্রতিষ্ঠান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ১২:৫২ পিএম, ২৪ আগস্ট ২০২৩

নওগাঁর বদলগাছীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে চার প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতিয়া খাতুন।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আরও পড়ুন: মিরসরাইয়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

বিজ্ঞপ্তিতে বলা হয়, সকালে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত থানা এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও ভেজাল কাঁচামাল ব্যবহারের অপরাধে বিপাশা বেকারি মালিক আব্দুল হামিদকে ১০ হাজার টাকা, সুমন ফুড বেকারির মালিক বজলুর রহমানকে পাঁচ হাজার টাকা, রিভা বেকারির মালিক ফরিদুল ইসলামকে দুই হাজার টাকা ও সাদিয়া বেকারির মালিক শাহিনুর রহমানকে ১৫ হাজার টাকাসহ মোট ৩২ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে মিষ্টি, কেক, রুটি ও বিস্কুট তৈরির ভেজাল কাঁচামাল ধ্বংস করা হয়।

জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।