চারদফা দাবিতে কক্সবাজারে ম্যাটস শিক্ষার্থীর মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ২৪ আগস্ট ২০২৩

স্বতন্ত্র বোর্ড গঠনসহ চারদফা দাবিতে কক্সবাজারে মানববন্ধন করেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়।

দাবিগুলো হল- ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অনতিবিলম্বে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামের স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও অনতিবিলম্বে নিয়োগদান এবং বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদান।

jagonews24

আরও পড়ুন: ম্যাটস শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিতের দাবি 

মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিতে কক্সবাজার ইন্সটিটিউট অফ মেডিকেল টেকনোলজি অ্যান্ড ম্যাটসের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

শিক্ষার্থীরা বলেন, দাবি আদায় না হলে তারা সারাদেশের ন্যায় অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন এবং পরীক্ষা বর্জন করবে। তারা প্রধানমন্ত্রীর প্রতি আকুল আবেদন জানায় এবং তাদের চলমান চার দফা দাবি বাস্তবায়নের জন্য।

সায়ীদ আলমগীর/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।