প্রকাশ্যে ধূমপান করায় ২০ জনকে জরিমানা


প্রকাশিত: ০১:২২ পিএম, ১১ ডিসেম্বর ২০১৪

চাঁদপুরে মোবাইল কোর্টের অভিযানে প্রকাশ্যে ধূমপানকারীদের শাস্তি ও জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে চাঁদপুর সদর হাসপাতাল এলাকায় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ সায়ীদ পুলিশ ফোর্সসহ প্রকাশ্যে ধূমপানকারীদের ধরে জরিমানা আদায় করেন।

এ সময় তারা ২০জন প্রকাশ্য ধূমপানকারীকে ধরে ২৯৫০ টাকা জরিমানা আদায় ও ভবিষ্যতে প্রকাশ্যে ধূমপান না করার জন্যে সতর্ক করে দেন।এ ব্যাপারে প্রকাশ্যে ধূমপানকারী চাঁদপুর পুরাণবাজারেরর সুমন দাস জানান, এটি একটি ভালো উদ্যোগ। আমরা এ ব্যাপারে সচেতন নই বলেই প্রকাশ্যে ধূমপান করে মানুষের ক্ষতি করছি। তবে এ ব্যাপারে জোরালো প্রচার প্রচারণা চললে আমরা এই কাজটি থেকে বিরত থাকবো।

প্রকাশ্যে ধূমপানের জন্যে জরিমানা প্রদানকারী মোস্তফা কামাল জানান, আমি প্রকাশ্যে ধূমপান অপরাধ বিষয়টি জানি না। আজ জরিমানা প্রদান করে ভালোভাবে জানলাম। জনগণের চলাচল ও হাসপাতাল এলাকায় ধূমপান করে আমি অপরাধ করেছি বলে আমাকে জরিমানা প্রদান করা হয়েছে। তাই আমি ভবিষ্যতের জন্যে সতর্ক হয়েছি। ভবিষ্যতে এ কাজ থেকে বিরত থাকবো বলেও অঙ্গীকার করেছি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় কুমার মোহস্তফা সঙ্গীয় পুলিশ ফোর্সসহ কালীবাড়ি কোর্ট এলাকায় প্রকাশ্যে ধূমপানকারীদের ধরে জরিমানা ও শাস্তি প্রদান করেন এবং এ ব্যাপারে সবাইকে সচেতন করে বক্তব্য রাখেন।

এ সময় তিনি প্রকাশ্যে ধূমপানকারীদের বলেন, সরকারি আইন অনুসারে পাবলিক প্লেসে ধূমপানের জন্যে জেল-জরিমানা অথবা উভয়ভাবেই শাস্তির বিধান রয়েছে। তাই আপনারা প্রকাশ্যে ধূমপান করে অন্যদের ক্ষতি না করার আহ্বান জানাচ্ছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।