বোনের বাল্যবিয়ে ঠেকাতে থানায় হাজির ভাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৩:৪০ পিএম, ২৫ আগস্ট ২০২৩

বোনের বাল্যবিয়ে ঠেকাতে প্রথমে বাবা-মাকে বোঝান জানে আলম জনি। তবে কাজ হয়নি। এরইমধ্যে শুক্রবার (২৫ আগস্ট) বরপক্ষ বাড়িতে হাজির বিয়ের পাকা কথা বলতে। তাই কোনো উপায় না পেয়ে থানায় অভিযোগ করেছেন ভাই।

রাজশাহীর দুর্গাপুর পৌর এলাকার চৌবাড়ীয়া মাঝিপাড়া গ্রামে এমন ঘটনা ঘটেছে।

জনি বলেন, আমার বনের বয়স সবেমাত্র ১১ বছর। সে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। এই বয়সে বোনের বিয়ের প্রাথমিক কথাবার্তা হয়ে গেছে। কোনোমতেই বাবা-মাকে বোঝাতে পারছি না বাল্যবিয়ে দেওয়া ঠিক নয়। বোনকে ৩২ বছর বয়সী এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে দেওয়া হচ্ছে। আজ বোনের নাকফুল পরানোর কথা। তাই নিজেই বোনের বিয়ে ঠেকাতে সকালে থানায় অভিযোগ করেছি।

তিনি আরও বলেন, এত অল্প বয়সে বোনের বিয়ে দেওয়া যাবে না। এটা কিছুতেই বোঝাতে পারছি না তাদের। আমি আমার বোনকে লেখাপড়া করাতে চাই। তাই এই পথে এসেছি। আমি চাই না আমার বোনের বাল্যবিয়ে হয়ে জীবনাটা নষ্ট হোক।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, বোনের বাল্যবিয়ে দেওয়া হচ্ছে এমন একটি অভিযোগ নিয়ে থানায় এসেছেন তার ভাই। তার সঙ্গে ফোনে আমার কথা হয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা বলেন, ফেসবুকের মাধ্যমে এমন একটি ছবি আমি দেখেছি। এটি নিয়ে থানায় নাকি অভিযোগও হয়েছে। আমি ওসির সঙ্গে কথা বলছি। প্রয়োজন হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবো।

সাখাওয়াত হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।