ছাত্রলীগকে দেশমাতৃকার সেবায় নিয়োজিত হতে হবে: খাদ্যমন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৪:২৯ পিএম, ২৫ আগস্ট ২০২৩

বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে দেশমাতৃকার সেবায় নিয়োজিত হতে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

শুক্রবার (২৪ আগস্ট) বেলা ১১টায় নওগাঁয় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভায় এ আহ্বান জানান মন্ত্রী।

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ১ সেপ্টেম্বর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সমাবেশ সফল করতে জেলা ছাত্রলীগ এ সভার আয়োজন করে।

এসময় খাদ্যমন্ত্রী আরও বলেন, ছাত্রলীগ শিক্ষার অধিকার রক্ষার পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক স্বার্থ সুরক্ষায় অনবদ্য ভূমিকা পালন করে আসছে।

সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেক, সহ-সভাপতি আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য শাহীন মনোয়ারা হক, আত্রাই-রাণীনগরের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী, সাধারণ সম্পাদক আমানুজ্জামান সিউল প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় জেলার ১১টি উপজেলা, বিভিন্ন পৌর, কলেজ শাখা ছাত্রলীগের নেতারা ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।