অস্ত্রসহ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
নোয়াখালীতে অস্ত্রসহ পরোয়ানাভুক্ত আসামি রাজিবকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ আগস্ট) রাতে এওজবালিয়া ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
রাজিব সুধারাম মডেল থানা এলাকার এওজবালিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব এওজবালিয়া গ্রামের মৃত মিজানুর রহমানের ছেলে। অস্ত্র আইনে মামলা রুজু করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন: গাইবান্ধায় বিদেশি মদসহ কারবারি গ্রেফতার
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলামের জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি জিআর মামলায় পরোয়ানাভুক্ত আসামি রাজিবকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।
সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান জাগো নিউজকে বলেন, আসামি রাজিবের বিরুদ্ধে নতুন করে মাদক মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। পরোয়ানা তামিল, অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদকদ্রব্যের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে।
ইকবাল হোসেন মজনু/জেএস/জেআইএম