চাকরির নামে ৬৩ জনের অর্থ আত্মসাৎ, প্রতারক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৭:০৪ পিএম, ২৭ আগস্ট ২০২৩

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় চাকরি দেওয়ার নাম করে ৬৩ জনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তাফহিমুল হোসাইন নামে একজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার সুজালপুর ইউনিয়নের কোমরপুর গ্রামে খাজিদা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

তাফহিমুল হোসেন ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার বহরামপুর গ্রামের ইরফান আলীর ছেলে।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মনোয়ার হোসেন ও আল মামুন নামের দুজনের মৌখিক অভিযোগের ভিত্তিতে রোববার দুপুরে বীরগঞ্জ উপজেলার ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাশে খাতিজা ফাউন্ডেশন নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে চলাকালে তাফহিমুল হোসাইন নামে একজনকে আটক করা হয়।

ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাফহিমুল চাকরি দেওয়ার নাম করে ৬৩ জন তরুণ-তরুণীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছেন। তার বিরুদ্ধে হরিপুর থানায় তিনটি গ্রেফতারি পরোয়ানাসহ সাজাপ্রাপ্ত আসামি হিসেবে পলাতক থাকার তথ্য নিশ্চিত হওয়া গেছে। তার বিরুদ্ধে দেশের বিভিন্নস্থানে প্রতারণা ও জালিয়াতির মামলা রয়েছে বলে স্বীকার করেছেন।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, যেহেতু তার বিরুদ্ধে হরিপুর থানার ওয়ারেন্ট আছে তাই সেখানে বার্তা পাঠানো হয়েছে। সেই থানার পুলিশ এসে তাকে নিয়ে যাবে।

এমদাদুল হক মিলন/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।