মুন্সিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০৯:০৯ পিএম, ২৭ আগস্ট ২০২৩

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় একটি আবাসন প্রকল্পের বিদ্যুতের খুঁটির আশপাশ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (২৭ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের মির্জাকান্দা এলাকার নিমতলা আবাসন প্রকল্পে এ ঘটনা ঘটে।

নিহত তুলা মিয়া (৪১) ময়মনসিংহের হালুয়াঘাট থানার বাউদার গ্রামের গনি মিয়ার ছেলে ও পলাশ (৪০) টাঙ্গাইলের মধুপুর থানার জলছত্র গ্রামের মৃত শীতল মিয়ার ছেলে।

কেয়াইন ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলী জানান, নিহত দুইজন প্রায় পাঁচ বছর ধরে নিমতলা আবাসন নামে একটি হাউজিং কোম্পানিতে কর্মরত ছিলেন। রোববার বিকেলে বিদ্যুতের খুঁটির আশপাশ পরিষ্কার করার সময় তারের সঙ্গে স্পৃষ্ট হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তারা মারা যান।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

আরাফাত রায়হান সাকিব/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।