নোয়াখালী

বেসিক ব্যাংকের ১২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া বাবু গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:১১ এএম, ২৮ আগস্ট ২০২৩

নোয়াখালীতে বেসিক ব্যাংকের ১২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়া বিডি সফটেক্সের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বাবুকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ আগস্ট) দিনগত রাতে বিশেষ অভিযানে সোনাইমুড়ীর ওয়াছেকপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি ওই গ্রামের ডা. মো. গিয়াস উদ্দিন সেলিমের ছেলে।

নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম সোমবার (২৮ আগস্ট) সকালে গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন।

আরও পড়ুন: বেসিক ব্যাংক অনিয়মে অবশেষে মামলা করলো দুদক

তিনি বলেন, বেসিক ব্যাংকের ১২০০ কোটি টাকা আত্মসাৎকারী আনোয়ার হোসেনকে ১৭ বছরের সাজা দিয়েছে আদালত। রোববার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার আরও জানান, আসামি আনোয়ার হোসেন ২০১৫ সালের জুন মাসে বিডি সফটেক্সের চেয়ারম্যান হিসেবে বিসমিল্লাহ গ্রুপের মাধ্যমে বেসিক ব্যাংক থেকে ১২০০ কোটি টাকা আত্মসাৎ করে লন্ডনে পালানোর সময় ডিবি পুলিশের হাতে গ্রেফতার হন। পরে জামিনে মুক্ত হয়ে পলাতক থাকেন।

ইকবাল হোসেন মজনু/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।