জয়পুরহাটে মাদক কারবারির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ২৮ আগস্ট ২০২৩

জয়পুরহাটে মাদক মামলায় মতিয়ার রহমান ওরফে মনোয়ার নামের একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়।

সোমবার (২৮ আগস্ট) দুপুর ২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ২ এর বিচারক মো. আব্বাস উদ্দিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মতিয়ার রহমান জয়পুরহাট সদর উপজেলার বাদশা পণ্ডিতপুর গ্রামের মঈন উদ্দিনের ছেলে। তিনি জামিন নেওয়ার পর থেকে পলাতক।

আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোটে নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, ২০২০ সালের ২৪ ডিসেম্বর সন্ধ্যায় জয়পুরহাট সদর উপজেলার বাদশা বাজার এলাকায় এক ব্যক্তি নেশা জাতীয় ইনজেকশন বিক্রির জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদ আসে পুলিশের কাছে। পরে পুলিশের একটি ফোর্স সেখানে অভিযান চালায়। তখন কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টাকালে মতিয়ার রহমানকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ২০ পিস নেশা জাতীয় অ্যাম্পল নামের ইনজেকশন পাওয়া যায়।

এ ঘটনায় ওই দিন জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। মামলার শুনানি শেষে আদালত সোমবার এ রায় দেন। আসামি পলাতক থাকায় তার নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।